ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযানে ক্ষুব্ধ রিপাবলিকানরা
(last modified Wed, 10 Aug 2022 01:44:53 GMT )
আগস্ট ১০, ২০২২ ০৭:৪৪ Asia/Dhaka
  • কেভিন ম্যাকার্থি
    কেভিন ম্যাকার্থি

মার্কিন আইন মন্ত্রাণলয় রাজনীতিকীকরণের অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের প্রতিবাদ জানিয়ে এক টুইটে এই কথা বলেছেন প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি।

টুইটে তিনি আরো লিখেছেন, রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের নেতৃত্ব নিলে, বিচার মন্ত্রণালয়ের এইসব কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এসময় অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সব তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুত থাকারও পরামর্শ দেন এই কংগ্রেসম্যান।  

এদিকে, ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযানের মাধ্যমে বিচার মন্ত্রণালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ফক্স নিউজকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারওম্যান রনা ম্যাকড্যানিয়েল এ অভিযোগ করেন। তিনি বলেন, এফবিআইয়ের অভিযান প্রমাণ করে, অসীম ক্ষমতার অধিকারী হলে মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে।

একজন সাবেক প্রেসিডেন্টের বাড়িতে এমন আকস্মিক অভিযানকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন ম্যাকড্যানিয়েল। তিনি বলেন, প্রশাসনের স্বেচ্ছাচারিতা বন্ধে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ম্যাকড্যানিয়েল অভিযোগ করেন, প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে ডেমোক্র্যাটরা তাদের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের সাবেক সিনিয়র অ্যাডভাইজার জেইসন মিলার এফবিআইয়ের এই অভিযানকে প্রশাসনের রাজনীতিকীকরণের জঘন্য উদাহরণ বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, এফবিআইয়ের অভিযানের একমাত্র উদ্দেশ্য- ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা।#

পার্সটুডে/এসআইবি/১০