আর্মেনিয়ার ১০০ সেনার লাশ হস্তান্তরে প্রস্তুত আজারবাইজান
(last modified Thu, 15 Sep 2022 13:35:29 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৯:৩৫ Asia/Dhaka
  • আর্মেনিয়ার ১০০ সেনার লাশ হস্তান্তরে প্রস্তুত আজারবাইজান

আর্মেনিয়ার একশ' সেনার মৃতদেহ হস্তান্তর করবে আজারবাইজান। দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সরকারি কমিশন আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ' আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের ১০০ জন সেনার মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত আছি।'

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান স্বীকার করেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের ১০৫ জন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। 

গত মঙ্গলবার থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুনকরে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষ শুরুর জন্য দুই দেশ পরস্পরকে দায়ী করছে।

আর্মেনিয়ার দাবি, আজারবাইজানের উসকানির কারণে এই সংঘর্ষ শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করে- জেরমুক, গরিস, কাপানসহ আজারবাইজান সীমান্তবর্তী কয়েকটি শহরে শত্রুুপক্ষ মঙ্গলবার দিনের শুরুর দিকে গোলাবর্ষণ করেছে। এরপর জবাব দেওয়া হয়েছে।

তবে আজারবাইজানও নতুনকরে সংঘর্ষ শুরুর জন্য আর্মেনিয়ার উসকানিকে দায়ী করেছে। সংঘর্ষে আজারবাইজানেরও বহু সেনা নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।