আফগানিস্তানে আইএসের ২ গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i114586-আফগানিস্তানে_আইএসের_২_গুরুত্বপূর্ণ_সদস্যকে_আটক_করেছে_তালেবান
আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২২ ০৭:২৯ Asia/Dhaka
  • তালেবানের গোয়েন্দা অধিদপ্তরের লোগো
    তালেবানের গোয়েন্দা অধিদপ্তরের লোগো

আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত।

তালেবানের গোয়েন্দা বিভাগ রোববার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আটক দুই ব্যক্তির ভিডিও প্রকাশ করে লিখেছে, “বেলাল ও হামজা নামে খারেজিদের (আইএসের) দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা হয়েছে যারা এই সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে প্রচার, লোক ভর্তি ও সন্ত্রাস চালাত।”

ইসলামের প্রাথমিক যুগে খারেজি নামে যে উগ্র গোষ্ঠীর উৎপত্তি হয়েছিল তালেবান আইএস জঙ্গিদেরকে সেই নামে অভিহিত করে। প্রকাশিত ভিডিওতে চোখ বাধা দুই ব্যক্তিকে পশতু ভাষায় কথা বলতে দেখা যায় এবং তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে। তবে তাদেরকে কোত্থেকে এবং কখন আটক করা হয়েছে সে সম্পর্কে তালেবান কিছু জানায়নি।

এর আগে গত সপ্তাহে তালেবান বলেছিল, আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএসের ৫৯ জঙ্গি আত্মসমর্পণ করেছে। তবে এসব খবরের ব্যাপারে আইএসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেশটির বহু স্কুল ও মসজিদে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে আইএস।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।