ইউক্রেন নিয়ে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় রাজি পুতিন: জানালেন ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i115206-ইউক্রেন_নিয়ে_পাশ্চাত্যের_সঙ্গে_আলোচনায়_রাজি_পুতিন_জানালেন_ল্যাভরভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন। তিনি বলেছেন, “আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনও ইউক্রন ইস্যুতে সংলাপে বসতে রাজি আছেন।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২২ ০৮:৪৪ Asia/Dhaka
  • প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন - পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ (ফাইল ছবি)
    প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন - পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ (ফাইল ছবি)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন। তিনি বলেছেন, “আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনও ইউক্রন ইস্যুতে সংলাপে বসতে রাজি আছেন।”

ল্যাভরভ আলোচনার  বিষয়বস্তু সম্পর্কে বলেন, সম্ভাব্য সংলাপে সমতার ভিত্তিতে ও বাস্তবতার নিরিখে আলোচনা হলে সমস্যার সমাধান হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “প্রেসিডেন্ট পুতিন গত আট মাসে বহুবার বলেছেন, রাশিয়া আলোচনার দরজা বন্ধ করে দেয়নি।  কিন্তু পাশ্চাত্যের সরাসরি নির্দেশে  ইউক্রেন আলোচনা থেকে বেরিয়ে গেছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।