ইউক্রেনজুড়ে আবার রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা; গুরুত্বপূর্ণ বহু ভবন ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i115222-ইউক্রেনজুড়ে_আবার_রাশিয়ার_ব্যাপক_ক্ষেপণাস্ত্র_হামলা_গুরুত্বপূর্ণ_বহু_ভবন_ধ্বংস
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে ব্যাপকমাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা আজ (সোমবার) সকালে ইউক্রেনের আকাশে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ৩১, ২০২২ ১৬:৫৪ Asia/Dhaka
  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে ব্যাপকমাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা আজ (সোমবার) সকালে ইউক্রেনের আকাশে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন।

কিয়েভে কমপক্ষে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে রাজধানীর আংশিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। ক্লিচকো জানান, ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় সাড়ে তিন লাখ অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরে ইউক্রেন ড্রোন হামলা চালানোর একদিন পরই মস্কো এসব হামলা চালালো।

আজ মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের নিপ্রোপেত্রোভস্ক ও যাপোরিযিয়া এবং পশ্চিমে লাভিভ শহরে হামলা হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, হামলা চালাতে নিজেদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।