পাকিস্তানে পুলিশের ওপর হামলায় নিহত ৬
https://parstoday.ir/bn/news/world-i115970-পাকিস্তানে_পুলিশের_ওপর_হামলায়_নিহত_৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ (বুধবার) পুলিশের একটি টহল দলের ওপর হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৬, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka
  • পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য
    পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ (বুধবার) পুলিশের একটি টহল দলের ওপর হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পুলিশের ওপর গুলিবর্ষণ করে। হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু এবং দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

খাইবার পাখতুনখোয়ায় আবারও সহিংসতা বাড়ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।