২ সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, প্রচণ্ড শীতে ৩৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন
https://parstoday.ir/bn/news/world-i116794-২_সাবস্টেশন_মারাত্মকভাবে_ক্ষতিগ্রস্ত_প্রচণ্ড_শীতে_৩৬_হাজার_মানুষ_বিদ্যুৎবিচ্ছিন্ন
আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মুর কাউন্টিতে সন্দেহজনক গোলাগুলির ঘটনায় বিদ্যুতের দুটি সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকার অন্তত ৩৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২২ ১৭:২৯ Asia/Dhaka
  • ২ সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, প্রচণ্ড শীতে ৩৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মুর কাউন্টিতে সন্দেহজনক গোলাগুলির ঘটনায় বিদ্যুতের দুটি সাবস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকার অন্তত ৩৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ জানিয়েছে, বিদ্যুতের সাব স্টেশন দুটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তা মেরামত করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। এতে প্রচণ্ড শীতের মাঝে বড় রকমের ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ। নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কায় ও এলাকায় কারফিউ জারি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিদ্যুতের সাব স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো কাউন্টি। স্থানীয় শরিফ অফিস থেকে বলা হয়েছে, সোমবার সেখানকার স্কুলগুলো বন্ধ থাকবে।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার টুইটারে বলেছেন, "এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা মারাত্মক এবং উদ্দেশ্যমূলক অপরাধ। আমি আশা করি স্টেইট এবং ফেডারেল অথরিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং এ ঘটনার সাথে জড়িত দোষীদেরকে শাস্তি আওতায় আনবে।"

এই ঘটনার জন্য কোনো ব্যক্তি বা সংগঠন দায়িত্ব স্বীকার করেনি। বিষয়টি বিভিন্ন আঙ্গিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে মুর কাউন্টির  শেরিফ রনি ফিল্ডস জানিয়েছেন। তিনি বলেন এটি টার্গেটেড হামলা। এই ঘটনার মধ্যদিয়ে মার্কিন সমাজের চরম নিরাপত্তাহীনতার চিত্র নতুন করে ফুটে উঠলো।#

 

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।