সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর ইইউ’র নিষেধাজ্ঞা কার্যকর শুরু
https://parstoday.ir/bn/news/world-i116806-সমুদ্রপথে_রাশিয়ার_তেল_বিক্রির_ওপর_ইইউ’র_নিষেধাজ্ঞা_কার্যকর_শুরু
সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে আজ সোমবার থেকে। একইসঙ্গে ইউরোপীয় জোট এবং তাদের মিত্ররা রাশিয়ার তেলের মূল্যসীমা ব্যারেলপতি ৬০ ডলার কার্যকর করা শুরু করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২২ ১৮:৪০ Asia/Dhaka
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর ইইউ’র নিষেধাজ্ঞা কার্যকর শুরু

সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে আজ সোমবার থেকে। একইসঙ্গে ইউরোপীয় জোট এবং তাদের মিত্ররা রাশিয়ার তেলের মূল্যসীমা ব্যারেলপতি ৬০ ডলার কার্যকর করা শুরু করেছে।

গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন সমুদ্র পথে রাশিয়ার তেল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয় যা ৫ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। তবে এই নিষেধাজ্ঞের আওতায় আসবে না বুলগেরিয়া, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র।

তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি তৃতীয় পক্ষের দেশগুলোর তেলবাহী ট্যাঙ্কারের বীমা করতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।

গত সপ্তাহে শিল্প উন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলার নির্ধারণের ব্যাপারে একমত হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং রানঅফের এর এই বেধে দেয়া তেলের মূল্য সীমা মানবে না বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। শুধু তাই নয় দেশটি বলেছে পশ্চিমাদের এই উদ্যোগের বিরুদ্ধে রাশিয়া পদক্ষেপ নেবে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া মূল্যসীমা অনুসারে তেল কিনতে চায় তাদের কাছে তেল বিক্রি করবে না মস্কো। রাশিয়া শুধুমাত্র সেইসব দেশের কাছে তেল বিক্রি করবে যারা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মস্কোর সঙ্গে কাজ করবে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।