ভারতে মুসলিম নিদর্শন রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i116886-ভারতে_মুসলিম_নিদর্শন_রক্ষায়_জাতিসংঘের_হস্তক্ষেপ_চায়_পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২২ ১৬:১১ Asia/Dhaka
  • বাবরি মসজিদ ধ্বংস করছে  উগ্র হিন্দুত্ববাদীরা
    বাবরি মসজিদ ধ্বংস করছে উগ্র হিন্দুত্ববাদীরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যার কয়েকশো বছরের পুরনো বাবরি মসজিদকে প্রকাশ্য দিবালোকে একদল উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী হাতুড়ি, শাবল, গাইতি ও অন্যান্য উপকরণের সাহায্যে গুঁড়িয়ে দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেছেন, উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নীতি অনুসরণ করছে তা এখন মুসলমানসহ সব সংখ্যালঘুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতের উগ্রপন্থীদের ধ্বংসলীলা থেকে ইসলামি ঐতিহ্য ও নিদর্শন রক্ষায় আন্তর্জাতিক সমাজ বিশেষকরে জাতিসংঘকে ভূমিকা পালন করতে হবে।

উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে সব সংখ্যালঘু বিশেষকরে তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষায় সোচ্চার হতে ভারতের সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের ঐ বিবৃতিতে।#  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।