তুরস্কে এক ডজনের বেশি পিকেকে গেরিলা নিহত
-
পিকেকে গেরিলা (ফাইল ফটো)
তুরস্কের সামরিক বাহিনীর হামলায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে’র এক ডজনেরও বেশি গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি ও ভান প্রদেশে এসব হামলা হয়।
তুরস্কের জেনারেল স্টাফ আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, হাক্কারি প্রদেশের দাগলিসা এলাকায় বিমান বাহিনী দু দফা বোমা বর্ষণ করে। এতে পিকেকে’র ১০ গেরিলা নিহত হয়। অন্যদিকে, ভান প্রদেশের ইপিকইয়োলু জেলায় সেনা অভিযানে অন্তত তিনজন নিহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র বলেছে, তুরস্কের সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ ও গোয়েন্দা ইউনিট জেলার হাকিবেকির এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে পিকেকে গেরিলারা হামলার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দু পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে তিন গেরিলা নিহত ও চারজন আহত হয়েছে। বাকিরা জঙ্গলের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।
গত জুলাই মাসে তুর্কি সরকার ও পিকেকে গেরিলাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। তুরস্কের সুর শহরে একটি বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে তুর্কি সরকার পিকেকে গেরিলা-বিরোধী অভিযান শুরু করে। এরপর থেকে তুর্কি প্রেসিডেন্টের ভাষ্যমতে পাঁচ হাজারের বেশি গেরিলা ও তিনশ’ সেনা নিহত হয়েছে। তবে পিকেকে গেরিলারা বলছে, সেনা ও পুলিশ অভিযানে বেশিরভাগই বেসামরিক লোকজন নিহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০