আটক ফেন্টানল দিয়ে আমেরিকার সমস্ত নাগরিককে হত্যা করা সম্ভব
https://parstoday.ir/bn/news/world-i117476-আটক_ফেন্টানল_দিয়ে_আমেরিকার_সমস্ত_নাগরিককে_হত্যা_করা_সম্ভব
আমেরিকার আইনশৃঙ্খলা বাহিনী এত বিপুল পরিমাণ ফেন্টানল নামের মাদকদ্রব্য আটক করেছে যা দিয়ে ২০২২ সালে আমেরিকার সমস্ত নাগরিককে হত্যা করা সম্ভব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২১, ২০২২ ১৯:৩৪ Asia/Dhaka
  • ফেন্টানল
    ফেন্টানল

আমেরিকার আইনশৃঙ্খলা বাহিনী এত বিপুল পরিমাণ ফেন্টানল নামের মাদকদ্রব্য আটক করেছে যা দিয়ে ২০২২ সালে আমেরিকার সমস্ত নাগরিককে হত্যা করা সম্ভব।

মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসন গতকাল (মঙ্গলবার) এই তথ্য দিয়েছে। ফেন্টানল হচ্ছে মানব সৃষ্ট আফিম যা ভয়াবহ প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিতি পেয়েছে।
মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসন জানিয়েছে, চলতি বছর তারা ৫ কোটি ৬০ লাখ ফেন্টানল ট্যাবলেট এবং ১০ হাজার পাউন্ড ফেন্টানল পাউডার আটক করেছে যা দিয়ে ৩৭ কোটি ৯০ লাখ ট্যাবলেট বানানো সম্ভব। আর এই পরিমাণ ট্যাবলেট আমেরিকা সমস্ত নাগরিককে হত্যার জন্য যথেষ্ট।
আমেরিকায় ১০ বছর আগে অতিরিক্ত মাত্রায় এই ফেন্টানল সেবনের কারণে বিচ্ছিন্ন কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু এখন তা পুরো দেশের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে আবির্ভূত হয়েছে যা আমেরিকার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের তথ্য অনুযায়ী, মানব সৃষ্ট এই আফিম হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী মাদক। মাত্র ২ মিলিগ্রাম ফেন্টানল একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট।
ভয়াবহ এই মাদক গ্রহণের কারণে ২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত আমেরিকায় এক লাখ সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।