নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া-জাপান বাণিজ্য বাড়ছে
(last modified Mon, 02 Jan 2023 09:03:59 GMT )
জানুয়ারি ০২, ২০২৩ ১৫:০৩ Asia/Dhaka
  • রাশিয়া-জাপান বাণিজ্য
    রাশিয়া-জাপান বাণিজ্য

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশ এবং তাদের এশিয়ার মিত্ররা মস্কোর বিরুদ্ধে ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে জাপানের বাণিজ্য শতকরা ১০ ভাগ বেড়েছে। ২০২২ সালের প্রথম ১১ মাসে এই বাণিজ্য বৃদ্ধি ঘটেছে।

জাপানের বাণিজ্য পরিসংখ্যানের ওপর ভিত্তি করে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। এই সময়ে দুই দেশের মধ্যে ১৮০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিতিশীলতার কারণে মূলত বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া, কোভিড মহামারির পর জ্বালানি তেলের ব্যবহার বৃদ্ধিও এর বড় কারণ। 
রাশিয়া হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ। পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহকারী দেশ। রাশিয়া জাপানে বিপুল পরিমাণ গ্যাস রপ্তানি করে থাকে। রাশিয়া থেকে জাপান গত বছরে যে পরিমাণে গ্যাস আমদানি করেছে তার মূল্যমান প্রায় ১৩৯০ কোটি ডলার।
এদিকে, জাপান থেকে রাশিয়ায় পণ্য রপ্তানি শতকরা ৩০.৭ ভাগ কমেছে। এ সময় জাপান রাশিয়ায় পণ্য পাঠিয়েছে ৪১৪ কোটি ডলারের।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।