মিয়ানমার ছাড়ার চেষ্টার অভিযোগ; শিশুসহ ১১২ রোহিঙ্গা মুসলমানের কারাদণ্ড
(last modified Tue, 10 Jan 2023 14:38:12 GMT )
জানুয়ারি ১০, ২০২৩ ২০:৩৮ Asia/Dhaka
  • মিয়ানমার ছাড়ার চেষ্টার অভিযোগ; শিশুসহ ১১২ রোহিঙ্গা মুসলমানের কারাদণ্ড

মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগে ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ৬ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলের আয়েইয়ারওয়াদি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত এ রায় দেন।

আজ (মঙ্গলবার) বিভিন্ন  আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। সাজা পাওয়া রোহিঙ্গাদের গত ডিসেম্বরে একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১২টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ১৩ বছরের কম বয়সী ৫ জনকে ২ বছর করে সাজা দেওয়া হয়েছে। এর বেশি বয়সী বাকি শিশুদের তিন বছর করে সাজা ভোগ করতে হবে।

গতকাল সোমবার তাদের একটি ‘যুব প্রশিক্ষণকেন্দ্রে’ পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের সবাইকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার। এমনকি তাদের মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হয়।

বেশ কয়েক বছর ধরে নির্যাতন–নিপীড়নের মুখে মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। তাদের বেশির ভাগই রয়েছে প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে। এ ছাড়া সাগর পাড়ি দিয়ে অনেক রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন।

দুর্বিসহ অবস্থা থেকে বাঁচার জন্য অন্যত্র পালাতে গিয়ে অনেকে আবার সাগরে ডুবে মারাও গেছেন।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ