ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে
https://parstoday.ir/bn/news/world-i118676-ইউক্রেনকে_দূর_পাল্লার_ক্ষেপণাস্ত্র_সরবরাহ_করলে_যুদ্ধ_ছড়িয়ে_পড়বে
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউক্রেনে রাশিয়া গত বছর যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তার ১১ মাসের মাথায় এ হুঁশিয়ারি দিল মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২০, ২০২৩ ১২:৫৩ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউক্রেনে রাশিয়া গত বছর যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তার ১১ মাসের মাথায় এ হুঁশিয়ারি দিল মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের পশ্চিমা পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে পেসকভ বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিকল্পনা। এর মাধ্যমে সংঘাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। বৈশ্বিক ও ইউরোপীয় নিরাপত্তার জন্য তা ভালো হবে না।

আজ (শুক্রবার) জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও তাদের মিত্র প্রায় ৫০টি দেশের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগ মুহূর্তে দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।