যৌথ নিবন্ধে জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান
ডলারের ওপর নির্ভরতা কমাতে অভিন্ন মুদ্রা চালু করবে ব্রাজিল ও আর্জেন্টিনা
মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে অভিন্ন মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই প্রতিবেশী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দেশ নিজেদের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে তার আওতায় এই অভিন্ন মুদ্রা চালুর চিন্তা করা হচ্ছে।
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এবং আর্জেন্টিনার নেতা আলবার্তো ফার্নান্দেজ এক যৌথ নিবন্ধে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, “আমরা আমাদের মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে চাই, এটি সহজ ও আধুনিকায়ন করতে চাই এবং জনগণকে স্থানীয় মুদ্রা ব্যবহারে উৎসাহিত করতে চাই।”
দুই নেতার এ নিবন্ধ আর্জেন্টিনার ওয়েবসাইট পেরফিলে প্রকাশ করা হয়েছে। এতে তারা আরো বলেছেন, “আমরা দক্ষিণ আমেরিকার জন্য একটি অভিন্ন মুদ্রা চালু করার আলোচনা এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি যা আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে সহযোগিতা করবে এবং খরচ কমবে।”
এর আগে ফাইনান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রতিবেশী দেশগুলো চলতি সপ্তাহে একটি অভিন্ন মুদ্রা চালুর প্রস্তুতমিূলক কর্মকাণ্ড শুরুর ঘোষণা দিতে যাচ্ছে। এ নিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।