মার্কিন রকেট দিয়ে হাসপাতালে হামলা চালাল ইউক্রেন: নিহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i119062-মার্কিন_রকেট_দিয়ে_হাসপাতালে_হামলা_চালাল_ইউক্রেন_নিহত_১৪
ইউক্রেন আমেরিকায় তৈরি একটি রকেট ব্যবস্থা দিয়ে লুহানস্ক অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া বলেছে, শনিবারের ওই হামলায় অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৩ ১০:৩৯ Asia/Dhaka
  • মার্কিন রকেট দিয়ে হাসপাতালে হামলা চালাল ইউক্রেন: নিহত ১৪

ইউক্রেন আমেরিকায় তৈরি একটি রকেট ব্যবস্থা দিয়ে লুহানস্ক অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া বলেছে, শনিবারের ওই হামলায় অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সেনারা লুহানস্ক অঞ্চলের নোভাইদার শহরের একটি হাসপাতাল ভবনে ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়েছে।বিবৃতিতে বলা হয়, মার্কিন-নির্মিত হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে হামলাটি চালানো হয়।হামলায় হাসপাতালে ভর্তি রোগী ও মেডিক্যাল স্টাফসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।

হাসপাতালটিতে স্থানীয় জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর জওয়ানদের চিকিৎসা চলত।  রুশ প্রতিরক্ষা মন্ত্রণলয়ের বিবৃতিতে বলা হয়, “একটি পরিচিত বেসামরিক চিকিৎসা কেন্দ্রে ইচ্ছাকৃত রকেট হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের যুদ্ধাপরাধের প্রমাণ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে।

এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না। #

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।