ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার আলোচনা এখনো টেবিলে 
https://parstoday.ir/bn/news/world-i119688-ইউক্রেনকে_এফ_১৬_জঙ্গিবিমান_দেয়ার_আলোচনা_এখনো_টেবিলে
ইউক্রেনকে এফ- সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। আমেরিকা বারবার বলেছে, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না কিন্তু ফাইনান্সিয়াল টাইমস বলছে, আমেরিকা ইউক্রেনেকে জঙ্গিবিমান সরবরাহ করতে পারে অন্তত তারা তৃতীয় কোনো দেশের কাছে এই বিমান পাঠাতে পারে যেখান থেকে ইউক্রেন বিমানের চালান পাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ২০:৪০ Asia/Dhaka
  • এফ-১৬ জঙ্গিবিমান
    এফ-১৬ জঙ্গিবিমান

ইউক্রেনকে এফ- সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। আমেরিকা বারবার বলেছে, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না কিন্তু ফাইনান্সিয়াল টাইমস বলছে, আমেরিকা ইউক্রেনেকে জঙ্গিবিমান সরবরাহ করতে পারে অন্তত তারা তৃতীয় কোনো দেশের কাছে এই বিমান পাঠাতে পারে যেখান থেকে ইউক্রেন বিমানের চালান পাবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফাইনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধ বেড়ে চলার প্রেক্ষাপটে আমেরিকা ইউক্রেনকে সম্ভবত অত্যাধুনিক বিমান শক্তি দিয়ে সাহায্য করতে পারে। অথবা অন্য সম্ভাব্য অপশন হতে পারে- আমেরিকা তৃতীয় কোনো দেশের কাছে এফ-সিক্সটিন জঙ্গিবিমান বিক্রি করবে এবং তৃতীয়পক্ষ তারা ইউক্রেনকে সরবরাহ করবে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে বিমান সরবরাহ করার বিষয়টি নিয়ে মঙ্গলবার জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে।
তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেছেন, ইউক্রেনের কাছে বিমান পাঠানোর বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া। সে কারণে এখন বিমান সরবরাহের চেয়ে অন্য গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করাটাই জরুরী।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।