মার্চ ০৯, ২০২৩ ১০:২৮ Asia/Dhaka
  • বাখমুতে ঢুকে পড়েছে রুশ বাহিনী
    বাখমুতে ঢুকে পড়েছে রুশ বাহিনী

‘আগামী কয়েক দিনের মধ্যে’ রুশ সেনাদের হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পতন হতে পারে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে। গত ছয় মাসের প্রচণ্ড সংঘর্ষের পর রুশ সেনাবাহিনী যখন বাখমুতের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে তখন ন্যাটো এ সতর্কবাণী উচ্চারণ করল।

বাখমুত দখলের অভিযানে নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার আধা-সামরিক গোষ্ঠী ওয়াগার গ্রুপ। এই গ্রুপের  প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন  বুধবার বলেছেন, তার সেনারা বাখমুতের পূর্ব অংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।  তিনি বলেন, বাখমুতকা নদীর পূর্ব তীরে অবস্থিত বাখমুত শহরের সবগুলো এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। বাখমুতকা নদী পেরিয়ে বাখমুতা শহর থেকে প্রতিবেশী দোনেস্ক যাওয়া যায়।

প্রিগোঝিন বলেন, কৌশলগত শহরটি দখল করতে পারলে রাশিয়ার সেনাবাহিনী দোনবাস অঞ্চলের আরো গভীরে প্রবেশ করতে পারবে।

ওদিকে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি কয়েকদিনের মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টোলটেনবার্গ আরো বলেন, “শেষ পর্যন্ত আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার হাতে বাখমুতের পতন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।”#

পার্সটুডে/এমএমআই/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ