মার্চ ২৯, ২০২৩ ১৩:২৯ Asia/Dhaka
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারো ব্যর্থতার কথা স্বীকার করলো আমেরিকা

মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল দেশটির আইন প্রণেতাদেরকে জানিয়েছেন যে, চতুর্থবারের মতো আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে এই ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালানো হয়।

ফ্রাঙ্ক কেন্ডাল জানিয়েছেন চলতি মাসে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এ আর আর ডাবলু'র পরীক্ষা চালানো হয় কিন্তু তা সফল হয়নি। এ প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, লকহিড মার্টিন কোম্পানির পরিবর্তে রেইথন কোম্পানিকে দিয়ে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ কাজ সম্পন্ন করা হতে পারে।
গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে শুনানির সময় কেন্ডাল বলেন, "সর্বশেষ পরীক্ষার কোন তথ্য আমরা পাইনি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ব্যর্থ হয়েছে সেটি জানার জন্য এই তথ্যগুলো জরুরি। বর্তমানে আমরা এগুলো সংগ্রহের চেষ্টা করছি যাতে বোঝা যায় কেন এই পরীক্ষা ব্যর্থ হয়েছে।"
গত ১৩ মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে আমেরিকা তাদের সর্বশেষ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কেন্ডাল হাউস কমিটিতে শুনানি সময় সে সম্পর্কেই কথা বলেছেন। তবে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। 
তার বক্তব্য আইন প্রণেতাদের কাছে বিস্ময়কর মনে হতে পারত কারণ গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছিল যে, ১৩ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বেশ কয়েকটি লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে গত সপ্তাহে যে বিবৃতি দেয়া হয়েছিল গতকালের শুনানিতে কেন্ডালের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত।#
পার্সটুডে/এসআইবি/‌এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ