ইয়ার্স আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i121258
রাশিয়া পরমাণু ওয়ারহেডবাহী ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে। সাইবেরিয়ার রকেট ডিভিশনের সেনারা এই মহড়ায় অংশ নিচ্ছে‌। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ১৭:৪৩ Asia/Dhaka
  • ইয়ার্স আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো রাশিয়া

রাশিয়া পরমাণু ওয়ারহেডবাহী ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে। সাইবেরিয়ার রকেট ডিভিশনের সেনারা এই মহড়ায় অংশ নিচ্ছে‌। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, মস্কো এই মহড়ার মধ্য দিয়ে নিজের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে। মহড়ায় তিন হাজার সেনা অংশ নেয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে- ইয়ার্স লাঞ্চার এবং সাপোর্ট ভেহিকেল সদর দপ্তরের হ্যাঙ্গার থেকে বেরিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র এই মহড়ায় যুক্ত থাকবে।

মহড়ায় অংশ নেয়া সেনারা পারমাণবিক অস্ত্র স্থাপনে তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি শত্রুদের থেকে নিজেদের গোপন করার প্রশিক্ষণ নেবে। মিশনের শেষ অংশটি বিমান ও মহাকাশ বাহিনীসহ রাশিয়ার সামরিক বাহিনীর অন্যান্য বিভাগের সহযোগিতায় পরিচালিত হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।