এপ্রিল ০৫, ২০২৩ ১২:৪৯ Asia/Dhaka
  • ফয়সাল বিন ফারহান ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    ফয়সাল বিন ফারহান ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আগামিকাল (বৃহস্পতিবার) চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সৌদি আরব থেকে প্রকাশিত আল-জারিদাহ পত্রিকা এ খবর জানিয়েছে।

প্রায় তিন সপ্তাহ আগে, বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীন ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। শর্ত ছিল দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন এবং চুক্তি স্বাক্ষরের ২ মাসের মধ্যে কূটনৈতিক মিশন বিনিময় করবেন। গত রোববার সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীগণ টেলিফোনে আলাপ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর বিগত ৩ সপ্তায় অন্তত তিন দফা টেলিফোন সংলাপ করেন তারা।

কয়েক মাস ধরে আলোচনার পর ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হয়। সেইসঙ্গে দু'দেশের দূতাবাস পুনরায় চালু করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ মার্চে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ বছর পর দেশ দুটি নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালু করতে সম্মত হলো।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ