তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে চীন
https://parstoday.ir/bn/news/world-i121688-তাইওয়ান_প্রণালীতে_তিন_দিনের_যুদ্ধমহড়া_শুরু_করেছে_চীন
তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে গণপ্রজাতন্ত্রী চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এর বিরুদ্ধে কঠোর জবাব হিসেবে এই মহড়া পরিচালনা করা হচ্ছে বলে চীন জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২৩ ১৬:৫১ Asia/Dhaka
  •  তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে চীন

তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে গণপ্রজাতন্ত্রী চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এর বিরুদ্ধে কঠোর জবাব হিসেবে এই মহড়া পরিচালনা করা হচ্ছে বলে চীন জানিয়েছে।

চলমান মহড়ার নাম দেয়া হয়েছে "ঐক্যবদ্ধ ধারালো তলোয়ার।"মহড়াটি আজ (শনিবার) শুরু হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত তা চলবে। চীনা পিপলস লিবারশেন আর্মি বা পিএলএ'র পূর্বাঞ্চলীয় কমান্ড এ তথ্য জানিয়েছে। পিএলএর’ মুখপাত্র শি ইন জানান, তাইওয়ান প্রণালীর উত্তর ও দক্ষিণ উপকূলের সমুদ্রসীমা এবং আকাশসীমায় এই যুদ্ধ মহড়া চলবে। এছাড়া, তাইওয়ান দ্বীপের পূর্বপ্রান্তেও মহড়া পরিচালনা করা হবে।

এই মুখপাত্রের বরাত দিয়ে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া বলছে, এবারের যুদ্ধ মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী এবং বাইরের শক্তির উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে চরম সতর্কবার্তা। তিনি বলেন, চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষার জন্য এই মহড়া খুবই জরুরি ছিল।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।