'অত্যাশ্চর্য' গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে ডলার
https://parstoday.ir/bn/news/world-i122206-'অত্যাশ্চর্য'_গতিতে_রিজার্ভের_মর্যাদা_হারাচ্ছে_ডলার
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী মার্কিন ডলার ব্যবহার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে দ্রুততর করেছে। লন্ডন-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ইউরিজোন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন জেন এ সতর্ক বার্তা দিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৩ ১৮:২৩ Asia/Dhaka
  • 'অত্যাশ্চর্য' গতিতে রিজার্ভের মর্যাদা হারাচ্ছে ডলার

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী মার্কিন ডলার ব্যবহার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে দ্রুততর করেছে। লন্ডন-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ইউরিজোন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন জেন এ সতর্ক বার্তা দিয়েছেন। 

স্টিফেন জেনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, গত দুই দশকের তুলনায় গত বছর বৈশ্বিক রিজার্ভে ডলারের অংশ দশগুণ দ্রুত কমেছে। কিছু দেশ রাশিয়ার সম্পদ আটক করার পর এই প্রক্রিয়া জোরদার হয়। যেসব দেশ ডলারের রিজার্ভ কমানোর চেষ্টা করছে তারা সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার জন্য বিকল্প পথের অনুসন্ধান করতে শুরু করে।
গত বছর "ওয়াইল্ড এক্সচেঞ্জ" হারের ওঠানামার জন্য ২০১৬ সালের পর থেকে ডলার তার বাজারের শেয়ার প্রায় শতকরা ১১ ভাগ হারিয়েছে এবং ২০০৮ সালের চেয়ে তা দ্বিগুণ হয়েছে। এসব তথ্য দিয়েছেন জেন এবং তার ইউরিজন সহকর্মী জোয়ানা ফ্রেয়ার। ডলার এখন মোট বৈশ্বিক রিজার্ভের শতকরা ৫৮ ভাগের প্রতিনিধিত্ব করে, যা ২০০১ সালে শতকরা ৭৩ ভাগ ছিল।# 
পার্সটুডে/এসআইবি/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।