রাশিয়ার ব্র্যান্ড নিউ ট্যাংক এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে
https://parstoday.ir/bn/news/world-i122432-রাশিয়ার_ব্র্যান্ড_নিউ_ট্যাংক_এখন_ইউক্রেনের_যুদ্ধক্ষেত্রে
ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়ার সবচেয়ে উন্নত টি-ফোর্টিন আরমাতা ব্যাটল ট্যাংক মোতায়েন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২৩ ১১:২০ Asia/Dhaka
  • রাশিয়ার ব্র্যান্ড নিউ ট্যাংক এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে

ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়ার সবচেয়ে উন্নত টি-ফোর্টিন আরমাতা ব্যাটল ট্যাংক মোতায়েন করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার রিয়া নভোস্তি সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে যখন ইউক্রেনের সামরিক বাহিনী বসন্তকালীন বিশাল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছে তখন রাশিয়া এই পদক্ষেপ নিল।

রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনারা নতুনতম আরমাতা ট্যাংকের সাহায্যে ইউক্রেনের অবস্থানে গোলাবর্ষণ শুরু করেছে। তবে এই ট্যাংক এখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেয়নি।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, টি-ফোরটিন ট্যাংকে বাড়তি সুরক্ষা যুক্ত করা হয়েছে যাতে শত্রুর ট্যাংক-বিধ্বংসী গোলা থেকে নিরাপদ থাকে। নতুন এই ট্যাংক ব্যবহারের জন্য এরইমধ্যে রাশিয়ার বহু সংখ্যক ক্রু প্রশিক্ষণ নিয়েছে। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য টি-ফোর্টিন ট্যাংকের প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।