প্রতিশ্রুত প্রায় সব ধরনের অস্ত্র ও সাঁজোয়া যান পেয়েছে ইউক্রেন
(last modified Thu, 27 Apr 2023 12:41:28 GMT )
এপ্রিল ২৭, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka
  • প্রতিশ্রুত প্রায় সব ধরনের অস্ত্র ও সাঁজোয়া যান পেয়েছে ইউক্রেন

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো জোট এবং মিত্ররা এ পর্যন্ত ইউক্রেনকে ১৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক দিয়েছে।

তিনি বলেন, যুদ্ধ শুরু করার পর থেকে ন্যাটো জোট এ পর্যন্ত যে কম্ব্যাট ভেহিকেল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার শতকরা ৯৮ ভাগ দেয়া হয়েছে। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হাভিয়ার বেতেলের সঙ্গে যৌথ সংবাদ বিভিন্ন এসব তথ্য জানান স্টলটেনবার্গ।

তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন কন্টাক্ট গ্রুপ এবং অন্য অংশীদারেরা ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ থেকে শুরু করে নজিরবিহীন সমর্থন দিয়েছে।

ন্যাটো প্রধান বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনের নয়টি নতুন সাঁজোয়া ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছি। রাশিয়ার কাছ থেকে দখল করা ভূমি পুনরুদ্ধারে এই প্রশিক্ষণ ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখবে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।