রাশিয়ার ভেতরে ও তেল স্থাপনায় বড় অভিযান চালাতে চেয়েছিলেন জেলেনস্কি
(last modified Sun, 14 May 2023 10:44:06 GMT )
মে ১৪, ২০২৩ ১৬:৪৪ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিকল্পনার মধ্যে রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার নীলনকশা ছিল। কিন্তু তার এ পরিকল্পনা ফাঁস হয়ে গেছে।

সম্প্রতি মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন থেকে যে গোপন তথ্য ফাঁস হয়েছে তার ভেতরে রাশিয়ায় হামলা চালানোর ব্যাপারে জেলেনস্কির পরিকল্পনা সম্পর্কিত তথ্য ছিল। দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর প্রকাশ করেছে।
জেলেনস্কি যে পরিকল্পনা করেছিলেন তার মধ্যে রয়েছে- রাশিয়ার ভেতরে বড় রকমের হামলা পরিচালনা, কোনো কোনো শহর ও গ্রাম দখল করে নেয়া, রাশিয়া থেকে হাঙ্গেরিতে তেল রপ্তানিকারক পাইপলাইনে হামলা এবং রাশিয়ার সীমান্তে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো।
চলতি বছরের প্রথম দিকে জেলেনস্কি এসব পরিকল্পনা করেন। এই পরিকল্পনা করার সময় জেলেনস্কি তার সরকার এবং সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ