এবার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ড্রোন দেবে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i123224-এবার_ইউক্রেনকে_দীর্ঘ_পাল্লার_ড্রোন_দেবে_ব্রিটেন
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার শত শত ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা ২৫০ কিলোমিটারের বেশি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka
  • এবার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ড্রোন দেবে ব্রিটেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার শত শত ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা ২৫০ কিলোমিটারের বেশি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে লন্ডন পৌঁছানোর পর এই ঘোষণা দিল ব্রিটিশ সরকার। এর আগে লন্ডন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়েছে যা এরই মধ্যে রাশিয়ার লুহানস্ক অঞ্চলে ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। 
ভলোদিমির জেলেনস্কি ইউরোপে ঝটিকা সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি ইতালি যান এবং সেখান থেকে জার্মানি ও ফ্রান্স হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। জার্মানি ও ফ্রান্স সফরের সময় তিনি দেশ দুটি থেকে বড় রকমের সামরিক সহায়তার আশ্বাস পেয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে গ্রীষ্মকালে ইউক্রেন বড় রকমের সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। এই অভিযানে সমর্থন দিতেই ইউরোপের দেশগুলো ইউক্রেনকে এ সমস্ত অস্ত্র দিচ্ছে।
যেসব দেশ ইউক্রেনকে স্বপ্রণোদিত হয়ে অস্ত্র দিচ্ছে তার অগ্রভাগে রয়েছে ব্রিটেন। এর আগে তারা ইউক্রেনকে অত্যাধুনিক চ্যালেঞ্জার্স ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দিয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।