মস্কো-বেইজিং সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i123540-মস্কো_বেইজিং_সম্পর্ক_শক্তিশালী_করতে_চীন_সফরে_রুশ_প্রধানমন্ত্রী
বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে আমেরিকা যখন অর্থনৈতিক যুদ্ধ জোরদার করেছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০২৩ ০৮:৫৯ Asia/Dhaka
  • মস্কো-বেইজিং সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী

বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে আমেরিকা যখন অর্থনৈতিক যুদ্ধ জোরদার করেছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ক্রেমলিন জানিয়েছে, মিশুস্তিন সোমবার রাতে চীনের বাণিজ্যিক নগরী সাংহাই পৌঁছেছেন। সেখানে তিনি একটি রুশ-চীন বাণিজ্যিক ফোরামে অংশ নেবেন। রুশ প্রধানমন্ত্রী সাংহাইতে রুশ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।

রুশ প্রধানমন্ত্রী সাংহাইয়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রৌসেফ বর্তমানে চীনা-নেতৃত্বাধীন ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর।

সাংহাই সফর শেষে অন্তত বারশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেইজিং যাবেন রুশ প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব সাক্ষাৎ শেষে চীন ও রাশিয়া কিছু গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করবে বলে ধারনা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর  ২০২২ সালে চীন রাশিয়ার প্রধান জ্বালানী ক্রেতায় পরিণত হয়।আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও বিগত দেড় বছর ধরে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে।

রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী বহু কর্মকর্তা সেসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এছাড়া, তাইওয়ান বিরোধকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধেও বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।#

পার্সটুডে/এমএমআই/ জিএআর/ ২৪