ইরান, রাশিয়া, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে সমঝোতা
(last modified Sat, 17 Jun 2023 09:14:57 GMT )
জুন ১৭, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka
  • ইরান, রাশিয়া, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে সমঝোতা

ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান নিজেদের মধ্যে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ সহজ করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর পাশাপাশি এসব দেশ সমুদ্র যোগাযোগে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ইরানের সড়ক এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেহরদাদ বজারপশ এবং রাশিয়ার পরিবহন ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক স্টেট দুমা কমিটির প্রধান ইয়েভগেনি মস্কভিচেভের মধ্যে বৈঠকের সময় এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।

এর পাশাপাশি দুই কর্মকর্তা জাহাজ চলাচলের ক্ষেত্রে সহযোগিতা বিশেষ করে আমিরাদাবাদ, বন্দর আঞ্জালি এবং কাস্পিয়ান সাগরে জাহাজ চলাচলের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

ইরানের পরিবহন এবং নগর উন্নয়নমন্ত্রী সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ২৬তম বৈঠকে যোগ দেয়ার জন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনি বলেন, পরিবহন খাতে ইরান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।#
পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।