গ্রিসের উপকূলে জাহাজডুবিতে হতাহতদের স্মরণে পাকিস্তানে শোক দিবস, ৯ দালাল গ্রেপ্তার
(last modified Mon, 19 Jun 2023 12:24:16 GMT )
জুন ১৯, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • গ্রিসের উপকূলে জাহাজডুবিতে হতাহতদের স্মরণে পাকিস্তানে শোক দিবস, ৯ দালাল গ্রেপ্তার

গ্রিসের উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় হতাহতদের স্মরণে আজ (সোমবার) শোক দিবস পালন করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশজুড়ে শোক দিবস পালনের দেন। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বুধবার গভীর রাতে গ্রিসের উপকূলে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজটিতে প্রায় ৭০০ জন মানুষ ছিলেন। মনে করা হচ্ছে, তার মধ্যে কয়েকশ পাকিস্তানি নাগরিক। তাদের কথা মনে রেখেই প্রধানমন্ত্রী শোক দিবসের ডাক দিয়েছেন।

ওই জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০৪ জনকে জীবন্ত উদ্ধার করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। কিন্তু বাকিদের খোঁজ এখনো মেলেনি। তল্লাশি অভিযান জারি আছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পাকিস্তানি এবং এথেন্সে পাকিস্তানি দূতাবাসের কর্মীরা গিয়ে ওই ব্যক্তিদের শনাক্ত করেছেন। তারা সকলেই লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন। ইউরোপে থাকার উচ্চ বাসনা নিয়েই তারা রওনা হয়েছিলেন বলে জানা গেছে।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে। দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে তাদের জেরা করে কি তথ্য মিলেছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, রাশিয়া ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধারের কথা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ রাতের বেলা ভূমধ্যসাগরের একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে। 

সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ‘ইয়ট ধরনের জলযান’ আভালন  থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।