ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের জের
প্রেসিডেন্ট পুতিনের প্রতি রাশিয়ার সকল কর্মকর্তার আনুগত্য ঘোষণা
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করার পর দেশটির শীর্ষস্থানীয় সকল কর্মকর্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। ক্রেমলিনের কর্মকর্তাদের পাশাপাশি আঞ্চলিক গভর্নর ও আইন প্রণেতারাও পুতিনের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেছেন।
ইউক্রেনে মোতায়েন ওয়াগনারের ঘাঁটিতে কথিত রুশ রকেট হামলার জের ধরে বাহিনীর প্রধান প্রিগোঝিন মস্কোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এ সময় রাশিয়ার কোনো কেন্দ্রীয় নেতা ওয়াগনারের পক্ষ নেননি এবং প্রায় সবাই বলেছেন, এই বিদ্রোহ দমন করতে পারবেন পুতিন।
তবে শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করতে হয়নি বরং বেলারুশের মধ্যস্থতায় কোনো রক্তপাত ছাড়াই বিদ্রোহের আপাত অবসান হয়েছে। প্রিগোঝিন তার বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে বেলারুশে চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে ‘সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব’ দেয়ার অভিযোগ প্রত্যাহার করা হবে বলে ক্রেমলিন জানিয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে এটি অত্যন্ত জরুরি।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।