জুন ২৯, ২০২৩ ১৫:৪৮ Asia/Dhaka
  • কানাডার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে ইরান

‘মিথ্যা ও অন্যায়’ অভিযোগে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ ঘোষণা করে তেহরানের রাষ্ট্রীয় দায়মুক্তি লঙ্ঘন করায় কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে ইরান।

ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে দায়ের করা মামলায় ইরান বলেছে, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইরান সরকারের রাষ্ট্রীয় দায়মুক্তি লঙ্ঘন করা থেকে যেন কানাডা বিরত থাকে।

ইরানে দায়ের করা মামলায় কানাডার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেয়ারও আবেদন জানানো হয়েছে।

কানাডা সরকার ২০১২ সালে প্রথম ‘মিথ্যা ও অন্যায়’ অভিযোগ তুলে ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ঘোষণা করে। সেইসঙ্গে কানাডায় থাকা ইরানের রাষ্ট্রীয় সম্পদ অর্থ জব্দ করা হয়।  ইরানের পক্ষ থেকে বারবার এর প্রতিবাদ জানানো সত্ত্বেও অটোয়া তার অবস্থানে অটল থাকে এবং তেহরানের অধিকার লঙ্ঘন করে যায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়ে ইরান আরেকবার প্রমাণ করেছে, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তেহরান আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধান চায়। ইরান আরো বলেছে, কানাডার বিভিন্ন আদালত ইরানের জব্দকৃত রাষ্ট্রীয় সম্পদ থেকে বিশ্বের বিভিন্ন স্থানে কথিত সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার যে রায় দিয়েছে তাতেও তেহরান ক্ষতিগ্রস্ত হয়েছে।

হেগের আন্তর্জাতিক আদালত এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে কানাডার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের অভিযোগে আরো বলা হয়েছে, ২০১২ সাল থেকে কানাডা সরকার ও দেশটির বিভিন্ন আদালত নানা অজুহাতে ইরানের বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নিয়েছে। এসব সম্পদ হস্তগত করে কানাডা সরকার ইরানের রাষ্ট্রীয় দায়মুক্তি  লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/‌২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ