ওআইসির এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক ডাকল রিয়াদ
https://parstoday.ir/bn/news/world-i124996-ওআইসির_এক্সিকিউটিভ_কমিটির_জরুরি_বৈঠক_ডাকল_রিয়াদ
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ব্যাপারে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০১, ২০২৩ ১১:১১ Asia/Dhaka
  • ওআইসির এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক ডাকল রিয়াদ

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ব্যাপারে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়ে বলেছে, সৌদি সরকার এবং ওআইসির ইসলামিক সামিট প্রেসিডেন্টের আহ্বানে আগামী সপ্তাহে এই সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডাকা হয়েছে।  

এসপিএ আরো জানিয়েছে, সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসির সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান ঘোষণা করা হবে। তবে বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।

এর আগে সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ব্যাপারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানায় ইরান। গতকাল (শুক্রবার) ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহাকে টেলিফোন করে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। 

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।#

পার্সটুডে/এমএমআই/‌১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।