জুলাই ১৫, ২০২৩ ১১:৩৬ Asia/Dhaka
  • বেলারুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার বাহিনী: মিনস্ক

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের বাহিনী- ওয়াগনার বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে স্বাগতিক দেশের সৈন্যদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট বেলারুশের নাম প্রকাশে অনিচ্ছুক দু’টি সূত্র জানিয়েছে, ওয়াগনারের বেশ কিছু সেনা গত ১১ জুলাই থেকে বেলারুশে অবস্থান করছে। এসব সেনা বেলারুশের সৈন্যদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ওয়াগনার গত মাসে মস্কোর বিরুদ্ধে একটি স্বল্প-কালীন সামরিক অভ্যুত্থান করে। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন দাবি করেন, তার বাহিনীর বিরুদ্ধে রুশ প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের অন্যায় আচরণের প্রতিবাদ জানাতে তিনি অভ্যুত্থান করেছেন।

ওই অবস্থায় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রিগোঝিনের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার কাজে মধ্যস্থতা করেন।

তিন পক্ষের মধ্যে অর্জিত সমঝোতা অনুযায়ী ওয়াগনার বাহিনী তাদের অভ্যুত্থানের অবসান ঘটায়, ওয়াগনারের হাজার হাজার সদস্যকে বেলারুশে চলে যাওয়ার সুযোগ দেয়া হয় এবং প্রিগোঝিনের বিরুদ্ধে আনীত ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়। প্রিগোঝিন পরে দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনের সরকার উৎখাতের কোনো পরিকল্পনা তার ছিল না।

তবে ওই সমঝোতার পর থেকে এখন পর্যন্ত ওয়াগনারের কোনো যোদ্ধাকে  বেলারুশে দেখা যায়নি। বাহিনীর প্রধান প্রিগোঝিনও ২৪ জুনের পর আর জনসমক্ষে আসেননি। এরইমধ্যে বেলারুশের সূত্রগুলো দাবি করল, কিছু ওয়াগনার যোদ্ধা দেশটিতে অবস্থান করছে এবং তারা সেদেশের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার এক বিবৃতিতে বলেছে, ওয়াগনার বাহিনী সরকারের কাছে দুই হাজারের বেশি সমরাস্ত্র ও আড়াই হাজার টন গোলাবারুদ জমা দিয়েছে। এছাড়া, এই বাহিনীর হাজার হাজার সদস্য এখনো ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান করছে বলে ধারনা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ