তালেবান সরকারকে পাক সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i125558-তালেবান_সরকারকে_পাক_সেনাপ্রধানের_কঠোর_হুঁশিয়ারি
আফগানিস্তানে আশ্রয় গ্রহণকারী ও সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে এসে হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার ব্যাপারে কাবুলকে সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২৩ ১১:৪৩ Asia/Dhaka
  • তালেবান সরকারকে পাক সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

আফগানিস্তানে আশ্রয় গ্রহণকারী ও সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে এসে হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার ব্যাপারে কাবুলকে সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তান বলেছে, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ না করলে ইসলামাবাদ ‘কার্যকর ব্যবস্থা’ গ্রহণ করবে।

পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির জন্য আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে অভয়াশ্রম গড়ে দিয়েছে। অতীতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চালানো সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে টিটিপি।

একই এলাকায় আইএসের পাশাপাশি ‘তেহরিকে জিহাদ পাকিস্তান’ নামে নবগঠিত একটি সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে। চলতি সপ্তাহে পাকিস্তান সেনবাহিনীর ওপর একটি শক্তিশালী হামলার দায়িত্ব স্বীকার করেছে তেহরিকে জিহাদ যাতে অন্তত নয় সৈন্য নিহত হন।

পাক সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না বরং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এর বিরুদ্ধে কঠোর কার্যকর জবাব দেবে।” জেনারেল মুনির অভিযোগ করেন, আফগানিস্তানের ভূমি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করার অনুমতি দেয়া হবে না বলে ২০২০ সালে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে যে প্রতিশ্রুতি তালেবান সরকার দিয়েছিল তা কাবুল রক্ষা করছে না।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।