মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: ২ ভবনের সামান্য ক্ষতি, আহত ১
(last modified Sun, 30 Jul 2023 06:14:30 GMT )
জুলাই ৩০, ২০২৩ ১২:১৪ Asia/Dhaka
  • মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: ২ ভবনের সামান্য ক্ষতি, আহত ১

রাশিয়ার রাজধানী মস্কোয় পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানি আজ (রোববার) সকালে এ খবর জানিয়ে বলেছেন, মস্কোর বাণিজ্যিক এলাকায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।

মস্কোর বাণিজ্যিক এলাকায় বেশ কিছু সুউচ্চ বিলাসবহুল ভবন অবস্থিত। সোবিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে একটি সংক্ষিপ্ত পোস্টে লিখেছেন, “হামলায় মস্কোর দুটি অফিস টাওয়ারের সম্মুখভাগের সামান্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”

মেয়র পোস্টটি প্রকাশ করার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় তিনটি ড্রোন অংশ নিয়েছে। এগুলোর মধ্যে মস্কোর মধ্য-আকাশে একটিকে গুলি করে ভূপাতিত করা হয়। বাকি দু’টিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অচল করে দেয়া হলে নিয়ন্ত্রণ কেন্দ্রের সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, এরপর ড্রোন দু’টি একটি জনমানবহীন ভবনের ওপর বিধ্বস্ত হয়।

তবে  মস্কোর জরুরি বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা- তাস জানিয়েছে ভিন্ন কথা। এটি বলেছে, ‘আইকিউ কোয়ার্টার’ নামক একটি কমপ্লেক্সের একটি ৫০ তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার মাঝামাঝি স্থানে একটি বিস্ফোরণ ঘটে। স্থানীয় অধিবাসীরা এ সময় একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান। আইকিউ কোয়ার্টারে রাশিয়ার সাতটি মন্ত্রণালয় ও সরকারি সংস্থার দপ্তর রয়েছে।

তাস আরো জানিয়েছে, ‘ওকেও-টু’ নামক আরেকটি ভবনে আরেকটি বিস্ফোরণ ঘটে। ওই ভবনে কিছু বেসরকারি সংস্থার অফিস ও দোকানপাট রয়েছে। বিস্ফোরণে ভবনটির প্রথম ও চতুর্থ তলার মধ্যবর্তী জানালার কাঁচগুলো ভেঙে গেছে। এখানে একজন নিরাপত্তা রক্ষী আহত হয়। হামলার শিকার ভবনগুলো থেকে এর অধিবাসীদের সরিয়ে নেয়া হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ