জুলাই ৩১, ২০২৩ ১২:৫৭ Asia/Dhaka

মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র আহলে বাইতের অন্যতম সদস্য ও জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসাইন (আ.)'র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে হামলা চালিয়েছে তালেবান সেনারা। আফগানিস্তানের গজনি প্রদেশে ১০ মহরমের শোকানুষ্ঠানে তালেবানের গুলিতে কয়েকজন শোকার্ত মানুষ হতাহত হয়েছেন। এ নিয়ে সমালোচনা চলছে নানা মহলে। এই হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে।

আফগানিস্তানের কোনো কোনো মহল ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের স্মরণে শোকানুষ্ঠান আয়োজনের বিরোধী। এমন দৃষ্টিভঙ্গি বাংলাদেশ এবং ভারতেরও কোনো কোনো মহলে লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনে তারা যেসব যুক্তি দেখাচ্ছেন সেগুলো সত্যিই হাস্যকর। তবে ইতিহাসবিদদের মতে, ইসলামের ইতিহাসের সবচেয়ে নৃশংস এই হত্যাকাণ্ডকে এড়িয়ে মুসলমানেরা কখনোই সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে না।

তাদের মতে, কারবালার ঘটনা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলমানদেরকে সামনের দিকে এগোতে হবে এবং এ ধরণের অপরাধ যাতে আর সংঘটিত না হয় তা নিশ্চিত করতেও বারবার কারবালার ঘটনাকে স্মরণ করতে হবে। ইমাম হোসাইন (আ.)'র শাহাদাত তথা কালজয়ী বিপ্লবের প্রেক্ষাপট বিবেচনায় নিলেই কেবল মুসলমানেরা বুঝতে পারবেন বর্তমান সময়ে তার করণীয় কী এবং কার পক্ষে অবস্থান নিতে হবে।

শিয়া-সুন্নি নির্বিশেষে সব মুসলমান প্রতিদিন নামাজে বহুবার রাসূল (আ.)'র পরিবার তথা আহলে বাইতের প্রতি দরুদ পাঠাচ্ছেন। কিন্তু আহলে বাইতের প্রতি কেবল মুখে দরুদ পাঠকারী মুসলমান নামধারী একদল ব্যক্তিই সেদিন আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হোসাইন (আ.) ও সঙ্গীদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত বা মোবাহিলার আয়াতের ভিত্তিতে সে সময় মহানবী (সা.) এটা স্পষ্ট করেন যে, ইমাম হোসাইন (আ.) আহলে বাইতের সদস্য। এ বিষয়ে শিয়া-সুন্নি মুসলমানদের মধ্যে দ্বিমত নেই বললেই চলে।

আর আহলে বাইতের প্রত্যেক সদস্যই নিষ্পাপ। সূরা আল-আহজাবের ৩৩ নম্বর আয়াতে আহলে বাইতের বিশেষ পবিত্রতার কথা ঘোষণা করা হয়েছে। এমন একজন নিষ্পাপ ইমামকে তার পরিবার-পরিজনসহ নির্মমভাবে হত্যার ইতিহাস ভুলে থাকার চেষ্টা স্রেফ বোকামি ছাড়া আর কিছু নয়। এ কারণে গোটা মুসলিম উম্মাহর স্বার্থে সত্য-মিথ্যা যাচাইয়ের এক বাস্তব মানদণ্ড হিসেবে মুসলমানদের উচিৎ ইমাম হোসাইন (আ.) শাহাদাতকে বারবার স্মরণ করা, শোকার্ত হওয়া এবং তা থেকে শিক্ষা নিয়ে সত্য পথে অটল থাকা।#   

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ