অমানবিক' নিষেধাজ্ঞা সত্ত্বেও পিছু হটবে না নাইজারের জান্তা
https://parstoday.ir/bn/news/world-i126348-অমানবিক'_নিষেধাজ্ঞা_সত্ত্বেও_পিছু_হটবে_না_নাইজারের_জান্তা
নাইজারের জান্তা সরকারের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি বলেছেন, তার দেশের ওপর অমানবিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া সত্ত্বেও তিনি ক্ষমতা ছেড়ে দেবেন না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৪:৩৭ Asia/Dhaka
  • অমানবিক' নিষেধাজ্ঞা সত্ত্বেও পিছু হটবে না নাইজারের জান্তা

নাইজারের জান্তা সরকারের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি বলেছেন, তার দেশের ওপর অমানবিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া সত্ত্বেও তিনি ক্ষমতা ছেড়ে দেবেন না।

তিনি সুস্পষ্ট করে বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোঃ বাজুমকে রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বহালের বিষয়ে কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না। জেনারেল তিয়ানির এই ঘোষণার মধ্য দিয়ে আফ্রিকার দেশটিতে চলমান সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা জোরদার হলো।

দি ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেইটস বা ইকোওয়াস নাইজারের ওপর এরইমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, এক সপ্তাহের মধ্যে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ কাজ করতে ব্যর্থ হলে নাইজারের সামরিক সরকারকে পরিণতি ভোগ করতে হবে। তারা বলপ্রয়োগ করে সামরিক জান্তাকে হটানোরও হুমকি দিয়েছেন।

পশ্চিম আফ্রিকার এই অর্থনৈতিক জোট চলমান সমস্যার কূটনৈতিক সমাধানের জন্য গতকাল (বুধবার) নাইজারে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিনিধি দলটি নাইজারের সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করবে বলে কথা রয়েছে। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ইকোওয়াস নাইজারে সামরিক হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

এই জোটের রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আব্দেল ফাতাউ মুসা বলেছেন, "সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি শেষ অপশন তবে চূড়ান্ত পরিণতিতে আমাদেরকে তারই প্রস্তুতি নিতে হবে।"

ইকোওয়াস পশ্চিম আফ্রিকার দেশগুলোতে গণতান্ত্রিক ধারা চালু রাখার চেষ্টা করছে। এই জোট বারবার হুঁশিয়ার দিয়েছে- সদস্য দেশগুলোতে কোনরকম সামরিক অভ্যুত্থান মেনে নেয়া হবে না। এরপরও গত দুই বছরে মালি, বুরকিনা ফাসো এবং গিনিতে সামরিক অভ্যুত্থান হয়েছে এবং গিনি বিসাউয়ে অভ্যুত্থানের চেষ্টা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩