পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরই ভুয়া: ক্রেমলিনের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/world-i126358-পশ্চিমা_গণমাধ্যমের_বেশিরভাগ_খবরই_ভুয়া_ক্রেমলিনের_মুখপাত্র
ক্রেমলিনের মুখপাত্র পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরকে ভুয়া বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৫:৫৯ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরকে ভুয়া বলে মন্তব্য করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেও বহুবার বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর প্রচার করে রাশিয়ানদের ধোঁকা দেওয়া যাবে না। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেছেন: পশ্চিমা মিডিয়াগুলো থেকে প্রচারিত সংবাদের বেশিরভাগই ভুয়া।

তিনি বলেন, পশ্চিমা মিডিয়াগুলো রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ শুরু করেছে। তাদের প্রচারিত খবরগুলো পুরোপুরি সামরিক সেন্সরশিপের অধীনে রয়েছে। ক্রেমলিনের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, পশ্চিমা বিশেষ বাহিনী জাল রিপোর্ট প্রকাশ করার জন্য মিডিয়াগুলোকে নিয়মিত ব্রিফিং করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিল। ওই বার্তায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল দূতাবাসের বিরুদ্ধে ।

এই বিবৃতি প্রকাশের পাশাপাশি মস্কো মার্কিন কূটনীতিকদের বহিষ্কারেরও হুমকি দেয়।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।