ডেনমার্ক ও নেদার‍ল্যান্ড থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে আমেরিকা
(last modified Fri, 18 Aug 2023 08:45:08 GMT )
আগস্ট ১৮, ২০২৩ ১৪:৪৫ Asia/Dhaka
  • এফ সিক্সটিন
    এফ সিক্সটিন

মার্কিন সেনাবাহিনী ডেনমার্ক ও নেদার‍ল্যান্ড থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের পাইলটদের এই বিমান চালনার প্রশিক্ষণ গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব যুদ্ধবিমান হস্তান্তর করা হবে।

একজন মার্কিন কর্মকর্তা গতকাল (বৃহস্পতিবার) এ খবর জানিয়ে বলেছেন, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ গ্রহণ শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে কিয়েভকে এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার বিষয়টি অনুমোদন করবে ওয়াশিংটন। মিত্র দেশগুলো থেকে ইউক্রেনে এফ-১৬ সরবরাহ করতে হলে ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার ড্যানিশ ও ডাচ সমকক্ষদের চিঠি দিয়ে জানিয়েছেন যে, ডেনমার্ক ও নেদারল্যান্ড ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার যে অনুরোধ জানিয়েছে তা অনুমোদন করা হবে। তিনি দাবি করেন, রাশিয়ার আগ্রাসনের মোকাবিলায় ইউক্রেনকে আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে দিতে হবে।

১১ দেশের একটি জোট চলতি মাসে ডেনমার্কে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু করবে। তবে কোনো কোনো মার্কিন কর্মকর্তা ব্যক্তিগতভাবে বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বাধুনিক মানের হওয়ার কারণে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়েও কোনো লাভ হবে না। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ