তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/world-i127036-তাইওয়ানের_চারপাশ_ঘিরে_চীনের_সামরিক_মহড়া
তাইওয়ানের চারপাশ জুড়ে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই সম্প্রতি আমেরিকা সফর করার পর বেইজিং এই সামরিক মহড়া চালাচ্ছে। চলমান মহড়া তাইপের জন্য কঠোর হুঁশিয়ারি বার্তা বলে উল্লেখ করেছে চীন সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৯, ২০২৩ ১৮:৫৪ Asia/Dhaka
  • তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়া

তাইওয়ানের চারপাশ জুড়ে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই সম্প্রতি আমেরিকা সফর করার পর বেইজিং এই সামরিক মহড়া চালাচ্ছে। চলমান মহড়া তাইপের জন্য কঠোর হুঁশিয়ারি বার্তা বলে উল্লেখ করেছে চীন সরকার।

পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ'র ইস্টার্ন কমান্ড আজ (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ-প্রস্তুতি যাচাই করার জন্য তাইওয়ানের চারপাশ জুড়ে নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া চালানো হচ্ছে।

এই যৌথ টহল ও সামরিক মহড়ার অর্থ হচ্ছে তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধজাহাজ এবং জঙ্গিবিমানগুলোর মধ্যে সমন্বয় সাধন করা যাতে যুদ্ধ শুরু হলে সমুদ্র ও আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে পারে চীনের সেনারা।

পিএলএ'র মুখপাত্র শি ওয়াই বলেন, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে চীনা সামরিক বাহিনীর কী অবস্থা হবে এই সামরিক মহড়া তারই একটি পরীক্ষা। এর মধ্যদিয়ে চীনা সামরিক বাহিনীর সক্ষমতা যাচাই করার সুযোগ হয়েছে।
চীনা সামরিক বাহিনীর এই মুখপাত্র আরো বলেন, চলমান মহড়া তাইপের সেইসব বিচ্ছিন্নতাবাদীদের জন্য কঠোর হুঁশিয়ারি, যারা বিদেশি উস্কানিতে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের সামরিক মহড়ার কঠোর নিন্দা করেছে। চীনের এই পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেয়া হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।