আকাশসীমা ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করল আলজেরিয়া
(last modified Wed, 23 Aug 2023 09:13:51 GMT )
আগস্ট ২৩, ২০২৩ ১৫:১৩ Asia/Dhaka
  • আকাশসীমা ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করল আলজেরিয়া

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভিযান চালানোর জন্য ফ্রান্স আলজেরিয়ার আকাশীসীমা ব্যবহারের যে অনুমতি চেয়েছিল তা নাকচ করেছে আলজিয়ার্স।

আলজেরিয়ার জাতীয় রেডিও চ্যানেলের বরাত দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে। তবে ফ্রান্স দাবি করছে, তারা নাইজারে অভিযান চালানোর জন্য আলজেরিয়ার আকাশ ব্যবহারের অনুমতি চায়নি।
আলজেরিয়ার জাতীয় রেডিও চ্যানেল সোমবার এক রিপোর্টে জানিয়েছে, নাইজারের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে ফ্রান্স সামরিক অভিযান চালাবে বলে তারা বিশেষ সূত্র থেকে খবর পেয়েছে।
গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান হয় এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করেছে সেনাবাহিনী। তাকে বর্তমানে নাইজারের জান্তা সরকার আটক করে রেখেছে।
পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস এবং আমেরিকা ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহালের দাবি জানাচ্ছে।
এদিকে, আলজেরিয়ার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর মরক্কোর কাছে আকাশীসীমা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ফ্রান্স।
নাইজারে এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল। সেনা অভ্যুত্থানের পরও দেশটিতে ১৫০০ ফরাসি সেরা মোতায়েন রয়েছে। আফ্রিকার সাহেল অঞ্চলে তৎপর উগ্রবাদীদের বিরুদ্ধে এসব সেনা অভিযান চালাচ্ছে বলে দাবি করছে ফ্রান্স। তবে নাইজারের জান্তা সরকার বলছে, সাবেক প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে ফরাসি সেনারা।#
পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ