গ্যাবনে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী, নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ
পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ তুলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।
এর আগে গ্যাবনের নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট আলী বোঙ্গোকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে। কিন্তু সামরিক বাহিনী বলছে, নির্বাচন স্বচ্ছ ও অবাধ হয়নি বরং এই নির্বাচনী ফলাফলের ওপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে।
দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশন অফিসে গিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেন। তারা বলেছেন, সম্প্রতি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যাতে প্রেসিডেন্ট বোঙ্গোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে কিন্তু সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি।
সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের এসব কর্মকর্তা গ্যাবন-২৪ টেলিভিশন চ্যানেলে আজ (বুধবার) সকালে উপস্থিত হয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল বাতিল করা হলো, সংসদ ও সংবিধান স্থগিত করা হলো এবং দেশের সীমানা বন্ধ করে দেয়া হয়েছে।
সামরিক বাহিনীর এসব কর্মকর্তা দাবি করেছেন, তারা গ্যাবনের সমস্ত প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।