স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয়: ‘ইউক্রেনে একটি গুলিও যাবে না’
(last modified Sun, 01 Oct 2023 12:08:04 GMT )
অক্টোবর ০১, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয়: ‘ইউক্রেনে একটি গুলিও যাবে না’

ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধী একটি জনপ্রিয় রাজনৈতিক দল স্লোভাকিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের-এসডি পার্টি ২৩.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।  এই দলটি ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধিতা করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কার্যকলাপের কঠোর সমালোচনা করে আসছে।

অন্যদিকে মধ্যপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি পেয়েছে ১৭ শতাংশ ভোট। পর্যবেক্ষকরা বলছেন, ফিকোর পার্টির ক্ষমতায় আরোহনের অর্থ হবে স্লোভাকিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন। হাঙ্গেরিতেও সম্প্রতি একই ঘটনা ঘটেছে।

৫৯ বছর বয়সি ফিকো নির্বাচনি প্রচারে স্পষ্ট করে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে ইউক্রেনকে সামান্য একটি গুলিও দেবেন না; উল্টো তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন।

অবশ্য রবার্ট ফিকোকে প্রধানমন্ত্রী হতে হলে ১৫০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ৪২টি আসন পেতে হবে এবং এরপর আরো কিছু দলকে জোটসঙ্গী করতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যেসব দেশ বড় আকারে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্লোভাকিয়া সেগুলোর অন্যতম। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনের আগ মুহূর্তে স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন স্ক্লেনার কিয়েভ সফরে করেন।  এছাড়া নির্বাচনের দিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের পাশে থাকার জন্য স্লোভাকিয়ার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এসব বিষয় যে স্লোভাকিয়ার জনগণ ভালো চোখে দেখেনি তা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।