গাজায় ইসরাইলের চলমান বর্বরতার নিন্দা জানালেন স্পেনের কয়েকজন মন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i130220-গাজায়_ইসরাইলের_চলমান_বর্বরতার_নিন্দা_জানালেন_স্পেনের_কয়েকজন_মন্ত্রী
ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা করেছেন স্পেনের কয়েকজন মন্ত্রী। তারা গাজায় ইসরাইলের আগ্রাসনকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান এই বর্বরতা থামানোর জন্য স্পেন সরকারের আরো ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  •  গাজায় ইসরাইলের চলমান বর্বরতার নিন্দা জানালেন স্পেনের কয়েকজন মন্ত্রী

ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা করেছেন স্পেনের কয়েকজন মন্ত্রী। তারা গাজায় ইসরাইলের আগ্রাসনকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান এই বর্বরতা থামানোর জন্য স্পেন সরকারের আরো ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

দেশটির পোডেমোস পার্টির নেত্রী এবং সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়োন ব্যালেরা বলেছেন, “হাসপাতাল, শরণার্থী শিবির ও অসহায় বৃদ্ধ লোকজনের ওপর বোমা হামলা করে ইসরাইল নিকৃষ্ট মানবতাকে তুলে ধরছে। কিন্তু ইউরোপের নেতারা আরো কতদিন এই বর্বর কর্মকাণ্ডের সহযোহী হবেন?”  ব্যালেরা এর আগেই ইসরাইলের সঙ্গে স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। গতকাল লাতিন আমেরিকার দেশ বলিভিয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা দিয়েছেন তাকে স্পেনের এ মন্ত্রী স্বাগত জানান।

এদিকে, স্পেনের সমতা বিষয়ক মন্ত্রী আইরিন মন্টেরো কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর এক্স পেইজের পোস্টকে নিজেই শেয়ার করেছেন। গতকালের ওই পোস্টে পেত্রো ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। এর জবাবে স্পেনের ইহুদিদের সংগঠন আইরিন মন্টেরোকে "ইহুদি-বিরোধী" বলে অভিযোগ করেছে।

এছাড়া, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গাজায় জরুরি মানবিক যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা গাজার ওপর ইসরাইলের অবরোধের সমালোচনা করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।