জাতিসংঘ বলছে ‘যথেষ্ট হয়েছে’
৮৮ কর্মী নিহত, ‘এটাই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের ১৮ এজেন্সি ও অলাভজনক সংস্থার নেতারা। ইসরাইলি এই হত্যাযজ্ঞের বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এক নজিরবিহীন বিবৃতিতে তারা বলেন, “অনতিবিলম্বে আমাদের মানবিক যুদ্ধবিরতির প্রয়োজন, ৩০ দিন ধরে যুদ্ধ চলছে; যথেষ্ট হয়েছে। এই যুদ্ধ এখন অবশ্যই বন্ধ করতে হবে।”
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছে ইউনিসেফের শীর্ষ কর্মকর্তারা, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নেতারা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা। তারা বলেছেন, ইসরাইল গাজায় যে বেসামরিক জনগণের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং গাজাকে খাদ্য, পানি, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তারা বলেছেন, প্রায় এক মাস হয়ে গেল বিশ্ব ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনের ভেতরকার ভয়াবহ পরিস্থিতি দেখছে। সেখানে টুকরো টুকরো হয়ে যাওয়া নারী-পুরুষ ও শিশুদের মৃত্যু দেখছে। জাতিসংঘের কর্মকর্তারা জোর দিয়ে বলেন, পুরো গাজার অধিবাসীদেরকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ পাঠানোর সুযোগ না দেয়া গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।