আইসিসিতে ইসরাইলের বিচারের বিষয়ে সমর্থন দেবেন স্পেনের মন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i130550-আইসিসিতে_ইসরাইলের_বিচারের_বিষয়ে_সমর্থন_দেবেন_স্পেনের_মন্ত্রী
ফিলিস্তিনে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরাইলের বিচার করার বিষয়ে আইনে উদ্যোগে সমর্থন দেবেন স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়োন বেলারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • মাদ্রিদে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ
    মাদ্রিদে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ

ফিলিস্তিনে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরাইলের বিচার করার বিষয়ে আইনে উদ্যোগে সমর্থন দেবেন স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়োন বেলারা।

গতকাল (বুধবার) তিনি ফিলিস্তিন এবং ইউরোপীয় কোনো দেশের দ্বৈত নাগরিকদের এই আহ্বান জানিয়েছেন যে, তারা নিজেরা অথবা তাদের কোন আত্মীয়-স্বজন যদি ইসরাইলি যুদ্ধাপরাধের শিকার হয়ে থাকেন তাহলে তারা যেন ফ্রান্সের আইনজীবী জুয়ান ব্রাংকোর সঙ্গে যোগাযোগ করেন যাতে ইসরাইলকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে বিচারের মুখোমুখি করা যায়। এই আইনি সহায়তার জন্য ফিলিস্তিন অথবা ইউরোপীয় কোনো দেশের দ্বৈত নাগরিকদের অর্থ খরচ করতে হবে না।

এর আগে ফরাসি আইনজীবী ব্রাংকো সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের যে সমস্ত মানুষ প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ইসরাইলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের স্বীকার সে সমস্ত পরিবারের যেকোন সদস্য আইনে সহায়তা চাইলে তিনি বিনামূল্যে সেই সহযোগিতা করবেন।

ইউরোপের যে সমস্ত রাজনীতিবিদ প্রকাশ্যে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী তাদের অন্যতম। এর আগে তিনি ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে এবং ইসরাইলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য স্পেনের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।