‘আমেরিকার সামরিক সহযোগিতা বন্ধ হলে এখনই গাজা যুদ্ধের অবসান ঘটবে’
(last modified Thu, 14 Dec 2023 12:59:58 GMT )
ডিসেম্বর ১৪, ২০২৩ ১৮:৫৯ Asia/Dhaka
  • ‘আমেরিকার সামরিক সহযোগিতা বন্ধ হলে এখনই গাজা যুদ্ধের অবসান ঘটবে’

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ’র সাবেক বিশ্লেষক ল্যারি জনসন বলেছেন, মার্কিন সরকার যদি ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তেল আবিবের বর্বর আগ্রাসন এখনই বন্ধ হবে।

ইরানের প্রেস টিবিকে দেয়া এক সাক্ষাৎকারে জনসন গতকাল (বুধবার) একথা বলেছেন। ইহুদিবাদী ইসরাইলকে সব ধরনের রসদ জুগিয়ে গাজায় গণহত্যা চালানোর জন্য দখলদার সেনাদের সক্ষম করে তুলছে আমেরিকা। ওয়াশিংটনের এই ভূমিকার কঠোর নিন্দা জানান ল্যারি জনসন।

সিআইএ’র সাবেক বিশ্লেষক বলেন, যদি আমেরিকা ইসরাইলকে গোলাগুলি, বোমা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দেয়া বন্ধ করে এবং অর্থনৈতিক সহযোগিতা বাতিল করে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে।

মার্কিন এই বিশ্লেষক বলেন, “রাজনৈতিক কারণে ইসরাইলকে এই সমস্ত সহযোগিতা বন্ধ করা সম্ভব নয় কারণ আমেরিকার রাজনীতিতে ইহুদিবাদী লবি আইপ্যাকের ব্যাপক প্রভাব রয়েছে। এই লবির সমর্থন নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলেরই রাজনীতিকরা প্রেসিডেন্ট নির্বাচন অথবা সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচন করে থাকেন। আমেরিকা হচ্ছে বর্ণবাদী ইসরাইলের ঘনিষ্ঠতম মিত্র। তারা প্রতিবছর ইসরাইলকে ৩০০ কোটি ডলারের সামরিক সহযোগিতা দিয়ে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।