গাজা যুদ্ধ বিরতির প্রস্তাবে মার্কিন ভেটো, সারা বিশ্বে নিন্দার ঝড়
(last modified Wed, 21 Feb 2024 13:43:34 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৯:৪৩ Asia/Dhaka
  • গাজা যুদ্ধ বিরতির প্রস্তাবে মার্কিন ভেটো, সারা বিশ্বে নিন্দার ঝড়

​​​​​​​গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা আলজেরিয়ার প্রস্তাবে মার্কিন সরকার ভেটো দেয়ায় সারা বিশ্বের নিন্দার ঝড় উঠেছে।

মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে চীন বলেছে, আমেরিকা এই ভেটোর মধ্য দিয়ে গাজা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুললো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, গাজায় ইসরাইলে আগ্রাসন বন্ধ করা বিশ্ববাসীর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই চরম আকার ধারণ করছে।

মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইতিহাসে আমেরিকা আরেকটি কালো অধ্যায়ে যুক্ত করল। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল যাতে গাজায় তার অমানবিক পরিকল্পনা সম্পূর্ণ করতে পারে  সেজন্য সময় ক্ষেপণ করছে ওয়াশিংটন

নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ায় ফ্রান্স দুঃখ প্রকাশ করে বলেছে, এই প্রস্তাব পাস না হওয়ায় গাজা পরিস্থিতি আরো বিপর্যয়কর হয়ে উঠবে। এছাড়া, আলজেরিয়ার রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিরাপত্তা পরিষদ আরেকবার ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি হবে মারাত্মক।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ