ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিল কানাডা
https://parstoday.ir/bn/news/world-i135806-ইহুদিবাদী_ইসরাইলের_কাছে_অস্ত্র_রপ্তানি_বন্ধ_করার_সিদ্ধান্ত_নিল_কানাডা
কানাডা সরকার দেশটির পার্লামেন্টের একটি বাধ্যবাধ্যকতাহীন প্রস্তাবকে আমলে নিয়ে ইহুদিবাদী ইসরাইলের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার ইসরাইলের কাছে ভবিষ্যত অস্ত্র রপ্তানি বন্ধ রাখবে। এটি একটি কঠিন সিদ্ধান্ত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২০, ২০২৪ ১৪:৪৮ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি
    পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

কানাডা সরকার দেশটির পার্লামেন্টের একটি বাধ্যবাধ্যকতাহীন প্রস্তাবকে আমলে নিয়ে ইহুদিবাদী ইসরাইলের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার ইসরাইলের কাছে ভবিষ্যত অস্ত্র রপ্তানি বন্ধ রাখবে। এটি একটি কঠিন সিদ্ধান্ত।

স্থানীয় সময় সোমবার রাতে কানাডার পার্লামেন্টে নিউ ডেমোক্র্যাটিক পার্টি বা এনডিপি একটি প্রস্তাব উত্থাপন করে যাতে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানানো হয়।  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকারকে সমর্থন দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এনডিপি।

প্রধানমন্ত্রী ট্রুডো অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে হতাশা প্রকাশ করেন সংখ্যাগরিষ্ঠ নিউ ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণেতারা।

তাদের উত্থাপিত প্রস্তাবটি ২০৪-১১৭ ভোটে পাস হয়। বিলটির পক্ষে ব্লক কুইবেকোয়া এবং গ্রিন পার্টির সাংসদরাও সমর্থন জানান। প্রস্তাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী ট্রুডো ‘ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে’ বলে মনে করা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার তীব্র সমালোচনা করে আসছিলেন।

ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার লক্ষ্যে কানাডা সরকার যে সিদ্ধান্ত নিল তাকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে অটোয়ার এ সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল। ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কার্তজ হাস্যকর দাবি করে বলেছেন, “ইতিহাস কানাডার এ সিদ্ধান্তের কঠোর বিচার করবে।”#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।